সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গলইখালী গ্রামের ভূমিখেকু মনোরঞ্জন চাকলাদারের অবৈধ উপায়ে বন্দোবস্ত পাওয়ার, জমির বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুরে গলইখালী গ্রামের সামনের সড়কে স্থানীয়রা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, মনোরঞ্জন চাকলাদার একজন ভূমিখেকু ব্যাক্তি।গ্রামবাসীর দখলকৃত খাস জমি তাদেরকে বন্দোবস্ত পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়ে ঐ সেসব জায়গা তার পরিবারের একাধিক ব্যাক্তির নামে বন্দোবস্ত নিয়ে আসে। নিয়মবহির্ভূত পাওয়া এসব বন্দোবস্ত দ্রুত বাতিল করে দখলদারদের নামে বন্দোবস্ত দেওয়ার দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা।
এসময় বক্তব্য রাখেন, গলইখালী গ্রামের উত্তম সরকার, সুরঞ্জিত তালুকদার, হরেন্দ্র সরকার, আকাশ সরকার, কবি রঞ্জন সরকার প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :