কালীগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ`র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিজওয়ানা রশিদ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা জামায়াত ইসলামের আমীর মাওলানা মাহমুদুল হাসান, পৌর নায়েবে আমীর মাওলানা আনোয়ার হোসেন, ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীবৃন্দসহ প্রমুখ।
সভায় ২৫ মার্চ গণগত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের লক্ষ্যে উপস্থিত অতিথিবৃন্দ মতামত তুলে ধরেন। অতিথিদের মতামতের ভিত্তিতে সভায় নানা সিদ্ধান্ত গৃহিত হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :