গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে অনুদান দিলেন ইউএনও।
সোমবার (২৪ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অনুদান তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, উপজেলার মহারাজপুর ইউনিয়নের উত্তর নারায়ণপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আশ্রয়ণ প্রকল্পের ৪৫ নং ঘরের মালিক মিজানুর রহমানের স্ত্রী চায়না বেগমের হাতে অনুদান সহায়তা হিসেবে দুই বান্ডিল ঢেউটিন এবং ১০ কেজি ভিজিএফ চাল অনুদান তুলে দেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উত্তর নারায়ণপুর আশ্রয়ণ প্রকল্পের মিজানুর রহমানের ঘরে, অজ্ঞাত কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বসত ঘরটি পুড়ে পরিবারটির প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :