রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৪০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় রবিবার (২৪ মার্চ) রাতে দফায় দফায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, এসআই মো. জুয়েল মিয়া ও তার সংগীয় ফোর্স রাত সোয়া ২টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন শহীদ মিনারের পাশের কাঁচা রাস্তা থেকে ফরিদপুর সদর উপজেলার তাইজ্জুদ্দীন মাতুব্বর ডাঙ্গীর শহিদুল খানের ছেলে সাইফুল খানকে (২৩) ৪০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে।
অন্যদিকে, এসআই মো. সেলিম মোল্যা ও তার দল রাত পৌনে ২টার দিকে দৌলতদিয়া টার্মিনালের বিপরীত পাশে খানকা শরীফের প্রবেশ পথের পাকা রাস্তা থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হোসেন মন্ডল পাড়ার মো. সালাম মোল্লার ছেলে মো. শান্ত মোল্লাকে (২০) ২০ পিস ইয়াবাসহ আটক করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করে দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :