AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোর পৌরসভার প্লান ছাড়াই বিল্ডিং নির্মাণের অভিযোগ


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৭:১৬ পিএম, ২৪ মার্চ, ২০২৫
তানোর পৌরসভার প্লান ছাড়াই বিল্ডিং নির্মাণের অভিযোগ

রাজশাহীর তানোর পৌরসভার প্লান ছাড়াই প্লান ছাড়াই বিল্ডিং নির্মাণ করছেন প্রভাবশালী শামসুল বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনার প্রতিকার চেয়ে সোমবার (২৪ মার্চ) দুপুরের দিকে রায়তান বড়শো গ্রামের মিজাজুর রহমান বাদী হয়ে শামসুলকে বিবাদী করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। 

পৌর এলাকার কালীগঞ্জ হাটের মুল রাস্তা সংলগ্ন জায়গায় বিল্ডিং নির্মাণের ঘটনা ঘটে রয়েছে। এতে করে পৌরসভা আইন অমান্য করে বিল্ডিং নির্মাণ করার জন্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ফলে দ্রুত সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগী সহ স্থানীয়দের।


অভিযোগে উল্লেখ, তানোর পৌর এলাকার কালীগঞ্জ হাটের মুল রাস্তা সংলগ্ন জায়গায় পৌরসভার প্লান ছাড়াই বিল্ডিং নির্মাণ করছেন প্রভাবশালী শামসুল ইসলাম। তাকে পানি পড়নসহ প্লান পাশ করে বিল্ডিং নির্মাণের কথা বলা হলে সে কোন কর্নপাত না করে গায়ের জোরে বিল্ডিং নির্মাণের কাজ করে যাচ্ছে। তার বিল্ডিং নির্মাণ হলে বাদীর জায়গা থেকে পানি বের হবে না এবং বর্ষা মৌসুমে প্রচুর জলবদ্ধতার সৃষ্টি হবে। সেই সাথে বাদী সহ জনসাধারণের চলাচলে চরম বিঘ্ন ঘটবে।


স্থানীয়রা জানান, পৌরসভায় কোন পাকা স্থাপনা বা বিল্ডিং করতে হলে প্লান পাশ করতে হবে। প্লান ছাড়া কোনভাবেই বিল্ডিং নির্মাণ করা যাবে না। সেক্ষেত্রে শামসুল পৌর আইন অমান্য সহ রাজস্ব ফাঁকি দিয়েছে।


মিজাজুর জানান, পৌরসভার প্লান ছাড়াই ও দুই পারে পানি বের হওয়ার কোন রাস্তা না ছেড়ে গায়ের জোরে বিল্ডিং নির্মাণ করছেন। আমি নিষেধ করলে হুমকি ধামকি দিয়ে শামসুল বলে আমার জায়গায় বিল্ডিং নির্মাণ করছে কোন প্লান লাগবে না।


পৌর কর্তৃপক্ষ জানান, প্লান ছাড়া কোন স্থাপনা নির্মাণ করা যাবে না। সেটা অমান্য করে  কেউ বিল্ডিং বা স্থাপনা নির্মাণ করলে অবৈধ হিসেবে গণ্য হবে। নির্বাহী অফিসার লিয়াকত সালমান জানান, অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!