গাজীপুরের কালীগঞ্জে পৌর যুব দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) উপজেলা বিএনপি’র কার্যালয়ে পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাদিরুল আলম শাহীন ও সদস্য সচিব রাশেদুল ইসলাম রিপনের যৌথ সঞ্চালনায় পৌর যুব দলের আহবায়ক ইমরুল কায়েসের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু, জেলা বিএনপি’র সদস্য মোর্শেদ আলম মিন্টু, উপজেলা বিএনপি’র উপদেষ্টা মোহাম্মদ ছোলায়মান আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক ফরিদ আহম্মেদ মৃধা।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম প্রধান, সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন মোমেন, পৌর যুব দলের যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রিপন ও পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী, সুশিল সমাজের প্রতিনিধিসহ প্রমুখ।
ইফতার অনুষ্ঠানে দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :