যশোরের অভয়নগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বি,এন,পি`র সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে অভয়নগর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সোমবার (২৪ মার্চ) বিকাল ৫টায় ভাংগাগেট ট্রাক টার্মিনাল ভবনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ও নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাবেক মেয়র, মোঃ রবিউল ইসলাম রবি। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক এবং শ্রমিক দলের আঞ্চলিক কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ জিয়াউর রহমান মোল্লা, পাটকল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শমশের আলম, নওয়াপাড়া পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি পিয়ার আলী। ইফতার মাহফিল আয়োজনে ছিলেন, পৌর কৃষক দলের সহসাধারণ সম্পাদক মোঃ ইকরাম হোসেন দপ্তরী, পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দপ্তরী, পৌর বিএনপির সদস্য মনিরুল ইসলাম (মনি) পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দেশ নায়ক তারেক জিয়ার নির্দেশে শ্রমিক দলকে একটা চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। ইফতার পূর্ব মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত শ্রমিক দলের নেতা কর্মী`র অংশ গ্রহণ করেন। মাহফিলে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও ইফতার মাহফিল সঞ্চালনা করেন, কোষাধ্যক্ষ আবুল কালাম আকন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :