AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পটুয়াখালীতে মহিলা লীগের নেত্রী ঋণখেলাপী মামলায় ফের কারাগারে


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৮:০৭ পিএম, ২৪ মার্চ, ২০২৫
পটুয়াখালীতে মহিলা লীগের নেত্রী ঋণখেলাপী মামলায় ফের কারাগারে

পটুয়াখালী পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বর্তমানে কাশিমপুর কারাগার থেকে ৭৭ কোটি টাকার ঋণ খেলাপি মামলার আসামি আলোচিত পটুয়াখালী আওয়ামী মহিলা লীগের নেত্রী জাকিয়া সুলতানা বেবিকে ফের পটুয়াখালী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি জানতে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কারাগারে খোঁজ নিয়ে এর সত্যতা পাওয়া যায়।

অনুসন্ধানে জানাগেছে, সোনালী ব্যাংকের করা ৭৭ কোটি টাকার ঋণ খেলাপির মামলা ছাড়াও জাকিয়া সুলতানা গংদের মধ্যে মৃত মো. সিরাজুল ইসলাম খান পরিচালিত পটুয়াখালী টেক্সটাইল মিলস প্রাইভেট লিঃ এর বিরুদ্ধে ২০০৪ সালে  আরো একটি ঋণ খেলাপি মামলা হয়। যার মামলা নং ৬১৪।ম  শেখ হাসিনার শাসন আমলে ক্ষমতার দাম্ভিকতায় ব্যাংক থেকে নেয়া অর্থঋণ এর কিস্তি পরিশোধ না করে ঝুলিয়ে রাখতেন এই মহিলা নেত্রী। এরই ধারাবাহিকতায় ২০০৪ সালের মামলা অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪ (৭) ধারার বিধান অনুযায়ী ৬ মাসের দেওয়ানী আটক আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত।

অনুসন্ধানে আরো জানাগেছে, এই আটক আদেশ দেয়ার আগেই আসামী জাকিয়া সুলতানা বেবি পূর্বের সেই ৭৭ কোটি টাকার মামলায় দির্ঘদিন ধরে কাশিমপুর কারাগারে বন্দী রয়েছে।

হঠাৎ করে কাশিমপুর কারাগার থেকে পটুয়াখালী বিজ্ঞ আদালতে আনার খবর ছড়িয়ে পড়লে শহরজুড়ে ব্যপক উত্তেজনা ও কৌতুহলের সৃষ্টি হয়।

এব্যাপারে আটোকাদেশ মামলার পটুয়াখালী সদর থানার তদন্ত কর্মকর্তা এস,আই হুমায়ুন কবির বলেন, যেতেতু আসামি আরেকটি মামলায় জেল হাজতে রয়েছে আবার নতুন করে তার বিরুদ্ধে সাজার ওয়ারেন্ট রয়েছে তাই এই মামলায় ওয়ারেন্ট দেখানোর জন্য কাশিমপুর কারাগার থেকে পটুয়াখালী বিজ্ঞ আদালতে হাজির করা হয়। পাশাপাশি এই মামলায় আগামী ২৫ মার্চ আসামিকে পুনরায় শুনানির জন্য পটুয়াখালী অর্থঋণ আদালত ও যুগ্ন জেলা জজ ১ম আদালতে সশরীরে হাজির করার জন্য মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবিরকে নির্দেশ প্রদান করা হয় বলে জানা গেছে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!