AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ


শেরপুরে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

শেরপুরে আন্তর্জাতিক বন দিবস  উপলক্ষে বালিজুড়ি রেঞ্জের সামাজিক বনায়নের ৫৫ জন উপকারভোগীদের লভ্যাংশ ৫৪ লাখ ৬৬ হাজার ২৩৯ টাকা চেক প্রদান করা হয়। সোমবার (২৪ মার্চ) সকালে ময়মনসিংহ বন বিভাগের আওতাধীয় রাংটিয়া রেঞ্জের বনরাণী ফরেস্ট রিসোর্ট চত্বরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুরের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ।

বিশেষ অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান শমি, শেরপুর কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ড. মোহাম্মদ আবু সাঈদ সরকার, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বালিজুড়ি রেঞ্জের সামাজিক বনায়নের ৫৫ জন উপকারভোগীদের প্রাপ্য লভ্যাংশ ৫৪ লাখ ৬৬ হাজার ২৩৯ টাকার চেক হস্তান্তর করেন অতিথিরা।

এসময় অন্যান্যদের মাঝে রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস.বি তানভীর আহমেদ ইমন, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, তাওয়াকুচা বিট কর্মকর্তা মো. ইফাজ মোরশেদ শাহীল, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!