AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে নতুন ভোটার হতে ১৫ হাজার ৬ শত আবেদন, পুরুষের চেয়ে নারী ভোটার বেশি


Ekushey Sangbad
ফাহাদ হোসেন, মোরেলগঞ্জ, বাগেরহাট
০৮:৪৪ পিএম, ২৪ মার্চ, ২০২৫
মোরেলগঞ্জে নতুন ভোটার হতে ১৫ হাজার ৬ শত আবেদন, পুরুষের চেয়ে নারী ভোটার বেশি

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাগেরহাটের বৃহত্তর মোরেলগঞ্জ উপজেলায় নতুন ভোটার হতে ১৫ হাজার ৬০৫ জন আবেদন করেছেন। তবে পুরুষের চেয়ে নারী ভোটার নিবন্ধন এই উপজেলায় এবার বেশি দেখা গিয়েছে।

গত (৩ ফেব্রুয়ারি) আবেদনের শেষ দিন পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদন গ্রহণ কার্যক্রম সম্পন্ন করেন। এছাড়াও এই উপজেলায়  মৃত  ভোটার বাদ পড়ছে ৫ হাজার ৪ শত ।

এর আগে সারাদেশের ন্যায় মোরেলগঞ্জ উপজেলায় গত ২০ জানুয়ারি হতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে এবং বিগত হালনাগাদে ভোটারযোগ্য ভোটার যারা বাদ পড়েছেন এবং অন্য যেকোন কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদের মধ্যে ৩ হাজার ৭ শত আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা গনেশ বিশ্বাস জানান, নতুন ভোটার হতে আবেদনকৃত ১৭ হাজার জনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১৫ হাজার ৬ শত ৫ জন ব্যক্তি আবেদন সম্পন্ন করেছেন। এছাড়াও মৃত্যুর কারনে হালনাগাদ ভোটার ২০২৫ এর   তালিকা থেকে বাদ পড়েছেন ৫ হাজারের অধিক।

তিনি বলেন, মোরেলগঞ্জে ৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত হালনাগাদ ছবিসহ ভোটার নিবন্ধন কার্যক্রম ছবি তোলা ও প্রিঙ্গার প্রিন্টের কাজ চলমান ছিল । আমাদের ১০৮ জন তথ্য সংগ্রহকারী এবং ২৪  জন সুপারভাইজারসহ মোট ১৩২ জন হালনাগাদ কার্যক্রম পরিচালনা করছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!