পিরোজপুরের নাজিরপুরে প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ হেলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক। আলোচনা শেষে নাজিরপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা ও সমগ্র দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :