নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনা ঘটেছে। এতে হান্নান মাসউদসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) ইফতারের পর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন হান্নান মাসউদের নেতৃত্বে তার নেতাকর্মীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের একাধিক টিম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হান্নান মাসউদ নেতাকর্মীদের নিয়ে পথসভা করছিলেন, তখন একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায়। হামলার সময় তার গাড়ি ভাঙচুর করা হয় এবং নেতাকর্মীরা মারাত্মকভাবে আহত হন।
এ ঘটনার প্রতিবাদে তিনি পথসভাস্থলেই অবস্থান কর্মসূচি শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) সেই কর্মসূচি চলমান ছিল।
এদিকে, হান্নান মাসউদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে হামলার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করা হয়েছে এবং দোষীদের বিচার দাবি করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, “খবর পেয়েই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
একুশে সংবাদ//স.ট//এ.জে
আপনার মতামত লিখুন :