AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে আট বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক


নান্দাইলে আট বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক পল্লিতে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে ওই শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানা-পুলিশ আজ সোমবার ভোরে অভিযুক্ত কিশোরকে আটক করেছে।

ধর্ষণের শিকার শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন গতকাল রোববার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতাল সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করেছে।

নির্যাতনের শিকার শিশুটি জেলার নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান,প্রতিবেশী এক বাড়িতে নারীদের জন্য তারাবীহর নামাজ পড়ানো হয়। শিশুটি তার সমবয়সীদের সাথে নামাজে অংশ নিতে ওই বাড়িতে যাতায়াত করে। 

গত শুক্রবার রাতে তারাবির নামাজ শুরু হওয়ার আগেই শিশুটি প্রতিবেশীর বাড়ির নামাজ খানায় চলে যায়। সেখানে যাবার পর বাড়ির মালিকের কিশোর ছেলে শিশুটিকে অন্য একটি কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং এ-কথা কাউকে না বলার জন্য শাসিয়ে দেয়। শিশুটি ভয় পেয়ে ঘটনান্থল থেকে অসহ্য যন্ত্রণা নিয়ে বাড়িতে গিয়ে শয্যা নেয়। পরে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্তপাত শুরু হলে শিশুটি তার নানির কাছে পূর্বাপর সবকিছু খোলে বলে। 

শিশুর মুখ থেকে এ কথা শোনার পর পরিবারের লোকজন অভিযুক্ত কিশোরের বাবার কাছে গিয়ে ঘটনা খুলে বলে বিচার দাবি করে। কিন্তু শিশুটির পরিবার কোনো সাড়া পায়নি। 

এদিকে ধর্ষিতার শিশুটির অবস্থা ক্রমান্বয়ে অবনতি ঘটতে থাকলে পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে শিশুটির বরাত দিয়ে নান্দাইল মডেল থানার পুলিশকে ধর্ষণের ঘটনাটি অবগত করা হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চেয়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে কথা বলার মতো কাউকে পাওয়া যায়নি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন হাসপাতাল থেকে তথ্য পেয়ে আজ সোমবার ভোরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলছে।

 

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!