সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন সংলগ্ন তেইশের ছিলা-শাপলার বিল এলাকার আগুন প্রায় ৪৮ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টায় ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছে শেষ পর্যবেক্ষণ শুরু করেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল হক জানান, রাতভর পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, এবং এখন পর্যন্ত নতুন কোনো আগুনের অস্তিত্ব পাওয়া যায়নি। বন বিভাগ ড্রোনের মাধ্যমে চূড়ান্ত তল্লাশি চালাচ্ছে, এরপর আগুন নির্বাপণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
শনিবার (২২ মার্চ) কলমতেজী বন টহল ফাঁড়ির টেপার বিলে আগুন লাগে, যা পরে তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, আগুনে প্রায় ১০ একর বনভূমি পুড়ে গেছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :