গোপালগঞ্জের মুকসুদপুরে আসন্ন ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে (বিজয় সভাকক্ষ) উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাৎ আলী মোল্যা, অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক মোঃ রাকিবুল ইসলাম, নির্মল কুমার সরকার, রনধীর সরকার, অজিৎ কুমার বিশ্বাস, শওকত হোসেন প্রমূখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা উপহার দিতে চাই। কোন প্রকার ঝামেলা হলে আমাকে জানাবেন। আমরা সুন্দরভাবে পরীক্ষা নিতে চাই। এই পরীক্ষা একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :