AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াশালে নরসিংদী কমিউটার ট্রেন স্টপিজ দেওয়ার দাবীতে মানববন্ধন


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০২:০২ পিএম, ২৫ মার্চ, ২০২৫
ঘোড়াশালে নরসিংদী কমিউটার ট্রেন স্টপিজ দেওয়ার  দাবীতে মানববন্ধন

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে উদ্বোধন হতে যাওয়া নরসিংদী কমিউটারসহ আন্তঃনগর ট্রেন স্টপিজের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) ঘোড়াশাল ও পলাশের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয়রা জানান, বাংলাদেশ রেলযাত্রার শুরু থেকে ঘোড়াশালে দুটি রেলস্টেশন চালু হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই রেলস্টেশনে শুধুমাত্র তিতাস, কর্নফুলি, নোয়াখালী এক্সপ্রেস, সুরমা মেইল ও ঢাকা মেইল ট্রেন নামে ৫টি মাত্র ৩০ সেকেন্ড করে যাত্রা বিরতি দিয়ে থাকে। এছাড়া অন্য কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় রেলযাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঘোড়াশাল ও পলাশ এলাকায় প্রায় সাড়ে চারশত বিভিন্ন কারখানা থাকা সত্ত্বেও রেল যাত্রাবিরতি না থাকায় এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই আগামী ২৬ মার্চ থেকে চলাচলকারী নরসিংদী কমিউটার ট্রেনসহ কয়েকটি আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি দেওয়ার দাবি জানান স্থানীয়রা।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রাবিরতির জন্য নীতিগত সিদ্ধান্ত না হলে পূর্বাঞ্চলে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দেন তারা। এ সময় বক্তব্য রাখেন মোঃ আবু নাঈম, আল-আমিন, রফিকুল ইসলাম ও রাতুলসহ অন্যান্যরা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!