AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হিন্দু সম্প্রদয়ের চিংড়ি ঘের দখল বিএনপি নেতার, নারীসহ ৪ জনকে পিটিয়ে জখম


হিন্দু সম্প্রদয়ের চিংড়ি ঘের দখল বিএনপি নেতার, নারীসহ ৪ জনকে পিটিয়ে জখম

মোংলায় হিন্দু সম্পদয়ের একটি চিংড়ী ঘের জোর পুর্বক দখল করে নিয়েছে সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়ার শেখসহ তার সন্ত্রাসী বাহিনীর লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাঁধা দিতে গিয়ে জমির মালিক বৃদ্ধ “ধীরেন্দ্র নাথ বর” স্ত্রী সত্যবতি বর, ছেলে ধিমান ও মেয়ে তমা মন্ডলসহ একই পরিবারের ৪ জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে এসকল সন্ত্রাসীরা। এর মধ্যে মেয়ে তমা মন্ডল সরকারী সিপিপির একজন নারী স্বেচ্ছাসেবক। ঘটনাটি ঘটেছে  (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া গ্রামে। এর আগেও এলাকায় বহু ঘটনা ঘটিয়েছে এ বিএনপির নেতা জিয়ার শেখ সহ তার লোকজন বলে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

থানায় দেয়া এজাহার সুত্রে ও পুলিশ জানায়, মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুরবুড়িয়া গ্রামের বৃদ্ধ “ধীরেন্দ্র নাথ বর” নিজ পৈত্তি¡ক জমিতে চিংড়ী ঘের করে সংসার পরিচালনা করে আসছিল। গত ৫ আগষ্ট আ’মীলীগ সরকার পতনের পর থেকেই সেই চিংড়ী ঘেরটি দখলে নেয়ার জন্য পায়তারা করে আসছিল একই ইউনিয়নের বাশতলা গ্রামের নব্য বিএনপিতে যোগদান করা জিয়ার শেখ, তার ভাই মিজান শেখ সহ তাদের লোকজন। জিয়ার শেখ ও মিজান শেখ বাশতলা গ্রামের আব্দুল্লহ শেখ’র ছেলে। 


২৫ মার্চ  সকালে কেউ বাড়িতে না থাকার সুবাধে হঠাৎ জিয়ার শেখ ও মিজান শেখ সহ তাদের সন্ত্রাসী দলবল নিয়ে ১০/১৫ বিঘার চিংড়ী ঘেরটি জোর পুর্বক দখল করে, লুটপাট করে নেয় ঘেরে থাকা সকল প্রজাতির মাছ। এতে “ধীরেন্দ্র নাথ বর” এর স্ত্রী বৃদ্ধা “সত্যবতি বর” বাধা দিলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে জিয়ার, মিজান ও তার লোকজন। খবর পেয়ে স্বামী “ধীন্দ্রে নাথ বর” ছেলে ধিমান, মেয়ে সরকারী সিপিপির নারী স্বেচ্ছাসেবক তমা মন্ডল মাকে বাচাঁতে এলে তাদের ৪ জনকেই পিটিয়ে রক্তাক্ত জখম করে প্রায় ৭/৮ জনের একদল সন্ত্রাসীরা। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়র ছুটে এলে দৌড়ে পালিয়ে যায় তারা। পরে গুরুতর অহত অবস্থায় তাদের উদ্ধার করে মোংলা হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে মেয়ে তমা মন্ডলের অবস্থা আশংঙ্কা জনক বলে জানায় চিকিৎসক। এ নিয়ে এলাকায় জনমেন আতংক বিরাজ করছে।  


মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বলেন, জিয়ার শেখ আমাদের ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি। কিন্ত জাতীয়তাবাদী বিএনপির দলের নাম ব্যাবসাহর করে যদি কেউ ঘের দখল, লুটপাট ও নিরিহ মানুষদের মারধর করে থাকে তবে তাকে দল থেকে বহিস্কার সহ কঠোর ব্যাবস্থা নেয়া হবে। এবং সে যেন এ ধরণের আর কোন অপকর্ম বা হিন্দুদের উপর জুলুম-অত্যাচার করতে না পারে সে ব্যাপারে আমাদের বিভাগ ও জেলা বিএনপি নেতৃবৃন্দদের কাছে বলে তাদের নির্দেশক্রমে জিয়ার শেখকে দল থেকে বহিস্কার করা হবে। 


মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ ভুলেট সেন বলেন, আহত ৪ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। আর ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মেয়ে তমা মন্ডলকে পর্যবেক্ষনে রাখা হয়েছে, তার মাথায় বেশ কিছু অংশ কাটাস্থলে সেলাই করা হয়েছে ও প্রচন্ড আঘাতপ্রাপ্ত। অবজারে রেখেছি, অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেলে পাঠানো হবে। 


মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান জানান, সুন্দরবন ইউনিয়নে মারামারীর ঘটনা খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়েছি, মামলার রুজুর প্রস্তুতি চলছে। 


উল্লেখ্য, গত দুই মাস আগে সুন্দরবন ইউনিয়নের পাচঁ পাচঁ বারের সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তি যোদ্ধা কমান্ডার ফকির আবুল কালাম আজাদের একটি বড় চিংড়ী ঘের দখল করতে গিয়ে না পেরে তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় জিয়ার শেখ সহ তার লোকজন, সে ঘটনায় থানায় লিখিত অভিযোগ সহ বিভিন্ন পত্রিকায় লেখালেখীও হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!