ঝালকাঠির নলছিটিতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলার ফেরিঘাট এলাকায় বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইশতিয়াক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার, নলছিটি পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন, নলছিটি ফায়ার স্টেশন অফিসারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস গণহত্যার স্মৃতিচারণ করেন এবং স্বাধীনতা সংগ্রামে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :