নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ এবং ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম রাসেল`কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নারায়ণগঞ্জ জেলা শাখা, রূপগঞ্জ উপজেলা ও ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক দায়িত্বশীল পদে থাকাকালীন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, তা নির্ধারণে কারণ দর্শাতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশনা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :