আজ ভয়াল ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম`র সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊমি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী মো.রেজাউল হক, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে রোমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, উপজেলা বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ প্রমুখ।
সভায় দিবসের তাৎপর্য তুলে উপস্থিত অতিথিবৃন্দ বিস্তারিত আলোচনা করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :