AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝালকাঠিতে শয়তানের নিঃশ্বাস’ দিয়ে গৃহবধূর স্বর্ন অলংকার ও দুই লক্ষ টাকা ছিনতাই


ঝালকাঠিতে শয়তানের নিঃশ্বাস’ দিয়ে গৃহবধূর স্বর্ন অলংকার ও দুই লক্ষ টাকা ছিনতাই

ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব রাজাপুরের আঁটোচালক বাবুল (৬২) স্ত্রীর রোজিনা বেগম (৫০) এর দুই লক্ষ টাকা ও স্বর্ন অলংকার ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

ভুক্তভোগীর স্বামী বাবুল (৬২) জানান, আমি আমার ব্যক্তিগত কাজে ঝালকাঠি ডিসি অফিসে যাই একটু, দুপুর ১২ টার দিকে বাসায় ফিরে এ ঘটনা জানতে পারি এবং সাথে সাথে থানায় অভিযোগ দায়ের করি। পরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও সি সি ফুটেজ দেখে।

এ বিষয় গৃহবধূ রোজিনার কাছে জানতে চাইলে, আমি ১৮ মার্চ ব্যংক থেকে টাকা উত্তোলন করি দুই লক্ষ ১৯ তারিখ সকাল আনুমানিক ১০ টার দিকে বাসা থেকে বের হয়ে অগ্রণী ব্যাংকের দিকে রওনা হ‌ই। পথি মধ্যে আমার বাসা থেকে একটু সামনে ১২০ পায়ের মতো দূরত্ব হবে এমন স্থানে হঠাৎ করে আমার পিছন থেকে একটা মটরসাইকেল আসে ও একটি লোক নামে রাস্তার অপর পাশে আমার সামনেও একটা লোক নামে দুজনে কোলাকুলি করে এবং বলে কুমোরউদ্দী মুসল্লির ছেলে আপনাকে পাওয়া তো ভাগ্যের ব্যপার। আপনি একটু আমাকে দোয়া করে দিন। আমরা পিছন থেকে নামা লোকটি সমানে থেকে নামা লোকটি বলতেছে, এ দেখে আমি হেটে সামনে চলে যাই তখন পিছন থেকে আমাকে ডেকে বলে এই ভাবি কমুরুউদ্দীন মুসল্লীর ছেলের একটু দোয়া নিয়ে যান। তখন আমি পুরুষ মানুষের দোয়া মহিলা মানুষ নেয় না এ বলে সামনে চলে যাই তখন পিছন থেকে দৌড়ে এসে একটি রঙিন পাথর নাকের কাছে ধরে এবং বলে দেখেন কত সুন্দর ঘ্রান। এরপর আমাকে বিভিন্ন কথা বলে এবং বলে বাসার টাকা ও স্বর্ন অলংকার সব কিছু নিয়ে আসেন। আমি তা বাসায় গিয়ে নিয়ে এসে তাদের হাতে তুলে দেয়। বাসায় স্বর্ন অলংকার আনতে গেলে মেয়ে বাধা দিলে তা উপেক্ষা করে আমি সব নিয়ে তাদের কাছে তুলে দেই।

এ বিষয়ে রাজাপুর থানার ডিউটি অফিসার জানান, আমরা অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে এবং সি:সি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, ছিনতাইকারী সনাক্তের চেষ্টা চলেছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!