শেরপুরের নকলা উপজেলা সদরে অবস্থিত চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে সমাজসেবক দেলোয়ার হোসাইন সাইয়্যেদীকে মনোনয়ন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষ।
রবিবার (২৩ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক অফিস নোটিশ মোতাবেক এই তথ্য জানা গেছে।
কলেজটির অধ্যক্ষ বরাবর প্রেরিত গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়ন বিষয়ক নোটিশের মাধ্যমে জানা যায় ‘গভর্নিং বডির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ০২ (দুই) বছর, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস-চ্যান্সেলর এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন’।
এই খবর ছড়িয়ে পড়লে নবগঠিত গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী ও বিদ্যোৎসাহী সদস্য দেলোয়ার হোসাইন সাইয়্যেদীকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :