গোপালগঞ্জের মুকসুদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে (বিজয় সভাকক্ষ) উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হানুল ইসলাম শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দীন শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাৎ আলী মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফায়েক আলীসহ অনেকে।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ এগিয়ে যাবে।
মহান মুক্তিযুদ্ধের ২৫ মার্চ রাতের গণহত্যার ভয়াবহতা ছিলো ভয়ঙ্কর। একটি জাতি স্বত্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা ছিল এটি। কিন্তু পাকিস্তানী হানাদার বাহিনীর এ অপতৎপরতা সফল হয়নি। আমরা স্বাধীনতা অর্জন করেছি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :