কিশোরগঞ্জের ভৈরবে ইমরান হোসেন (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শহরের কালীপুর এলাকার গফুর মিয়ার ছেলে নিহত ইমরান। গতকাল সোমবার রাতের কোন এক সময় নিজ বাসার রুমে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে পারিবারিক সূত্র জানায়। খবর পেয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় পুলিশ তার লাশ উদ্ধার করে কিশোরগঞ্জে ময়না তদন্তের জন্য পাঠায়।
পারিাবারিক সূত্রে জানা গেছে, ইমরান সোমবার রাত সাড়ে ১০ টায় খাবার খেয়ে তার রুমে ঘুমিয়ে পড়ে। ভোররাতে সেহেরির সময় তাকে পরিবারের সদস্যরা ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভেঙ্গে দেখে সে রুমের পাখায় ফাঁসিতে ঝুলে আছে। পরে রাতেই পুলিশকে ঘটনা জানানো হয়। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। সে কি কারনে আত্মহত্যা করল তার পরিবারের সদস্যরা বলতে পারেনি।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার ফূয়াদ রুহানী জানান, ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। মঙ্গলবার তার লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়। লাশের ময়না তদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :