বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে এক মিছিল ও পথসভা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে এ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
পরে পৌরসভার কাপড়িয়া পট্রি চত্তরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক সামাদ হোসেন ফকির, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মিলন, উপজেলা শ্রমিকদল সভাপতি মজনু মোল্লা, পৌর শ্রমিকদল সভাপতি মাসুদ খান চুন্নু, সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা মৎসজীবি দল সভাপতি, সাধারণ সম্পাদক, সেচ্ছাসেবকদল নেতা জিয়াউর হাসান টুটুল, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকির হোসেন, রনি তালুকদার, তাতীদল নেতা আসলাম খান প্রমুখ।
আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, আমাদের এই অঞ্চলের নেতা কাজী খায়রুজ্জামান শিপন ভাইয়ের নির্দেশ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি করে তার বিরুদ্ধে দল থেকে কঠোর ব্যবস্হা নেয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :