গোপালগঞ্জের মুকসুদপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়েছে।
আজ বুধবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসন পক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন।
পৌরসভার পক্ষে পৌর প্রশাসক তাসনিম আক্তার, মুকসুদপুর পুলিশ ষ্টেশনের পক্ষে ওসি মোঃ মোস্তফা কামাল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টুর নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন ফুল দেন।
এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,পল্লী বিদ্যুৎ সমিতি, সরকারি মুকসুদপুর কলেজ, সরকারি সাবের মিয়া জসিমউদদীন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রেণি পেশার মানুষেরা শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনারের বেদি।
সবশেষে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :