বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেছেন, জনগন ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্র সফল হবেনা। যেকোনো ষড়যন্ত্র, প্রচেষ্টা রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
জামালপুরের ইসলামপুরে শ্রমিক দল ময়মনসিংহ বিভাগ ও কুলকান্দি ইউনিয়ন বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকালে কুলকান্দি শামছুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিণী অলিফা আক্তার কান্তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন-ছাত্র-জনতার আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। একটা অর্জন হয়েছে । গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে।
কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুর ইসলামের সভাপতিত্বে এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, শ্রমিক দল ময়মনসিংহ বিভাগীয় সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নবাব, বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও আলিফা আক্তার কান্তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :