AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রথম পর্ব সংগঠিত হয়েছে, দ্বিতীয় পর্বের লড়াই চলমান’


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০২:০৮ পিএম, ২৬ মার্চ, ২০২৫
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রথম পর্ব সংগঠিত হয়েছে, দ্বিতীয় পর্বের লড়াই চলমান’

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রথম পর্ব সংগঠিত হয়েছে। আর দ্বিতীয় পর্বের লড়াই চলমান রয়েছে।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বজলুর রশিদ ফিরোজ বলেন, মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল পাকিস্তান যে রাষ্ট্র তার বিরুদ্ধে গণতান্ত্রিক আকাঙ্খা নিয়ে, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল সেই বৈষম্য নিরসনের দাবিতে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু গত ৫৩ বছর বছর ধরে যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়ে দেশ পরিচালনা করার কারণেই আজকে চব্বিশের গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। সে কারণে মুক্তিযুদ্ধের অপূর্ণ আকাঙ্খা বাস্তবায়ন করতে গণঅভ্যুত্থান হয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্যের চেতনা, সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা। সেই চেতনা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ প্রতিষ্ঠার যে চেতনা নিয়ে চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে আমরা মনে করি মুক্তিযুদ্ধের প্রথম পর্ব সংগঠিত হয়েছে ১৯৭১ সালে। মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্বের লড়াই এখনও চলমান রয়েছে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা শোষনমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা যতদিন বাস্তবায়িত না হবে, ততদিন এ লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!