মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচী পালন করেছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ পদর্শিত হয়।
বুধবার (২৬ মার্চ) প্রত্যুষে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বধনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করেন। পরে স্বাধীনতা স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন’র উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে ও এক জোড়া সাদা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, কালীগঞ্জ থানার (ওসি) তদন্ত মো. আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল ভ‚ইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উম্মে রোমান চৌধুরী, উপজেলা বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।
পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার দেয়া হয় এবং কুচকাওয়াজ পদর্শনে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :