আলমগীর মন্ডল মিরপুর কুষ্টিয়া/কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৩১বার তপোধ্বনী মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।
পরে স্মৃতিসৌধে শহীদদের স্মরণে উপজেলা পরিষদের পক্ষে প্রশাসন ইউএনও নাজমুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলাম, থানার পক্ষে অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে সাবেক কমান্ডার নজরুল করিম ও মোহতাজ উদ্দিন, মিরপুর উপজেলার বিএনপির পক্ষে আহবায়ক শাহীন আলী ও সদস্য সচিব রহমত আলী রব্বান, মিরপুর পৌর বিএনপির পক্ষে আহবায়ক আব্দুর রশিদ, ও সদস্য সচিব আজাদুর রহমান, প্রেসক্লাবের পক্ষে সভাপতি মারফত আফ্রিদী ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার পক্ষে অধ্যক্ষ আ ন ম ফজলুর রহমান ও উপাধ্যক্ষ মাওঃ আব্দুল ওহাব পুষ্পমাল্য অর্পন করেন।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সামাজিক সাংস্কৃতি সংগঠন পুষ্পমাল্য অর্পন করেন। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়। এদিকে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধাসরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এবং ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম`র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা বিএনপির সদস্য রহমত আলী রব্বান, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল, সাবেক কমান্ডার মুনতাজ উদ্দিন, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েব আমীর শাহ আক্তার মামুন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী প্রমুখ।
বাদ জোহর ও সুবিধাজনক সময়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এছাড়াও বিকেলে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও প্রামাণ্যচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :