ময়মনসিংহের তারাকান্দায় ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। পরবর্তীতে তারাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নিয়েছেন গৃহিত কর্মসূচি, বুধবার সকাল ৮ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও কুচকাওয়াজ তালদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ ও বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণদের সংবর্ধনা প্রদান এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরাইরা, উপজেলা কৃষি অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ জোবায়ের হোসেন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা অভিজিৎ লোহা, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলীসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মচারীগণ।
এছাড়াও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :