পটুয়াখালীর বাউফলে জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামাঙ্কিত দেখা গেছে। এতে এলাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কেশবপুর, নাজিরপুর, চন্দ্রদ্বীপ, দাসপাড়া, কাছিপাড়া, বগা, কালাইয়া, কনকদিয়া ও ধুলিয়া ইউনিয়নের ৫ হাজার ৪শ ৫৬ জন সুবিধাভোগীর মাঝে ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ কার্যক্রম চলছে। প্রথম দফায় প্রত্যেক সুবিধাভোগীর নামে ৮০ কেজি চাল বরাদ্দ রয়েছে। ধুলিয়া ও কালাইয়া ইউনিয়নের চাল বিতরণকালে দেখা যায়, ৩০ কেজি ওজনের প্রতিটি বস্তায় ‘`শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’` স্লোগান লেখা রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন মুনতাসির তাসরিপ বিষয়টি নিয়ে বলেন, স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকার পতনের ৭ মাস পেরিয়ে গেলেও বহাল তবিয়তে আছেন তাদের দোসররা। আর চালের বস্তায় এখনও শেখ হাসিনার নাম থাকা সেই প্রমাণ বহন করে। খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টির দায় কোনো ভাবেই এড়াতে পারেন না। আমি সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে তদন্ত সাপেক্ষে বিষয়টির জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
একটি সূত্র জানায়, বাউফল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে ও কালাইয়া খাদ্য গুদামের কর্মকর্তা দিপঙ্কর মজুমদারকে স্প্রে দিয়ে প্রতিটি বস্তায় শেখ হাসিনার নাম মুছে দেওয়ার নির্দেশনা দেওয়া হলেও তারা সেই নির্দেশ পালন করেননি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই তারা জেলেদের মাঝে এখনও চাল বিতরণ করছেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে বলেন, বিগত সরকারের আমলে বস্তাগুলো মজুদ করা ছিল। কালাইয়া খাদ্য গুদামের কর্মকর্তাকে বলা হয়েছে চালের বস্তায় স্প্রে করে শেখ হাসিনার নাম ঢেকে দেওয়ার জন্য । তিনি কেন দেননি সেই বিষয়টি খোজ খবর নিয়ে দেখবো।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :