AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে মাথায় পিস্তল ঠেকিয়ে পিক-আপসহ মাছ লুট, গাড়ির ড্রাইভার অপহরণ, মুক্তিপণ দাবি


রূপগঞ্জে মাথায় পিস্তল ঠেকিয়ে পিক-আপসহ মাছ লুট, গাড়ির ড্রাইভার অপহরণ, মুক্তিপণ দাবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিরোজ মিয়া নামে এক মৎস খামারির পিক-আপসহ মাছ লুট ও ড্রাইভারকে অপহরণ করে মুক্তিপন দাবির অভিযোগ পাওয়া গেছে। 


বুধবার (২৬ মার্চ) সকালে উপজেলার তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে ভুক্তভোগী ফিরোজ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন৷

ভুক্তভোগী ফিরোজ মিয়া লিখিত অভিযোগে জানান, উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকায় বাড়ীর আশেপাশের লোকজনের কাছ থেকে পুকুর লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করিয়া ব্যবসা করে আসছেন। বুধবার ভোরে আড়ৎদার মনির হোসেনের কাছে বিভিন্ন প্রজাতির ২ লাখ টাকা মূল্যের ১ টন মাছ বিক্রি করেন৷ মনির হোসেন মাছের ২ লাখ টাকা পরিশোধ করে মাছ নিয়ে পিকআপ গাড়ীতে (গাড়ী নং ঢাকা মেট্রো ১৭৯৭৪৬) করে যাত্রাবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়৷ এই সময় তারাব দক্ষিণ পাড়া এলাকার রুবেল (৪২), রাসেল(৩৮), শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ (২৩), নাঈম(২৩), আল-আমীন (২৩) সহ মুখোশ পড়া ৪/৫ জন চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ও মনিরের মাথায় পিস্তল মাথায় ঠেকিয়ে ফিরোজকে ২ লক্ষ টাকা দিতে বলেন। টাকা দিতে অস্বিকৃতি জানালে সন্ত্রাসীরা ফিরোজকে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর জখম করেন। একপর্যায়ে সন্ত্রাসী ফিরোজের কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মাছ ভর্তি পিক আপ সহ পিকআপ ড্রাইভার রাসেলকে অপহরণ করে নিয়ে যায়। পিক আপ ও চালক রাসেলকে ছেড়ে দেয়ার জন্য ৫০ হাজার টাকা টাকা মুক্তিপণ দাবি করছে সন্ত্রাসীরা।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!