খুলনায় গভীর শ্রদ্ধা ও বিপুল উৎসাহের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। বুধবার (২৬ মার্চ) ভোর সাড়ে ৫টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সরকারি-বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন ও প্রধান সড়কসমূহ পতাকায় সজ্জিত করা হয়।
বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃকর্মীরা শহিদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। খুলনা জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। এছাড়া পুলিশ, আনসার, বিএনসিসি ও শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়।
জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। বিভাগীয় কমিশনার বলেন, "মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগেই আমরা পেয়েছি স্বাধীনতা। দেশপ্রেমই আমাদের অগ্রগতির মূল চালিকাশক্তি।"
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, বিশেষ প্রার্থনা, এতিমখানা ও হাসপাতালে খাবার বিতরণ এবং ক্রীড়া প্রতিযোগিতা। শিশুদের জন্য পার্ক ও জাদুঘর বিনামূল্যে খোলা রাখা হয়। স্থানীয় সংবাদপত্র ও বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হয়। স্বাধীনতার চেতনাকে ধারণ করে গোটা খুলনা জুড়ে আনন্দঘন পরিবেশে দিবসটি পালিত হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :