AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক


পীরগঞ্জে ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ ৩ মদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার দস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, দানাজপুর গ্রামের হাসমত আলীর ছেলে হাসিনুর রহমান, দস্তমপুর মধ্যপাড়ার সুরুজ আলীর ছেলে মোঃ মর্তুল ও  হিরালাল মর্শার ছেলে রতন শর্মা।


পীরগঞ্জ থানা সুত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার চৌরঙ্গী বাজার- ফকিরগঞ্জ পাকা সড়কে দস্তমপুর গ্রামের বগদুর চৌধুরীর ধান খেতে পাশে^ ঐ তিন মাদক ব্যবসায়ী মাদক বেচা কেনা করছে এমন  গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব-১৩ দিনাজপুর এর একটি টহল দল। এ সময় একটি মোটর সাইকেলসহ ৩ জনকে আটক করেন। এসময় তাদের হেফাজতে থাকা ৪৯৭ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির ৬ হাজার ৯শ টাকা উদ্ধার করে র‌্যাব। পরে তাদেরকে পীরগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়। 

 
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, র‌্যাবের সুবেদার ইউনুস আলী বাদী হয়ে ঐ ৩ জনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!