AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের রাজনীতি ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে : আহসান হাবীব লিংকন


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৮:৩২ পিএম, ২৬ মার্চ, ২০২৫
বাংলাদেশের রাজনীতি ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে : আহসান হাবীব লিংকন

জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য এবং কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। বিগত ১৬ বছর ধরে আমরা নির্বাচনের জন্য দাবী করছি। এটা আমাদের নতুন দাবী নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার সংস্কারের দোহায় দিয়ে নির্বাচন পেছানোর কোন সুয়োগ নেই। 


বুধবার (২৬ মার্চ) কুষ্টিয়ার মিরপুর মহিলা ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, ইতোমধ্যে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিদেশি শক্তির চক্রান্তের মতো জঘন্য ঘটনা ঘটেছে। অতিসত্বর এই সমস্ত সমস্যা থেকে দেশকে বাঁচাতে হবে।


তিনি বলেন, শেখ মুজিবরের মেয়ে শেখ হাসিনা শুধু হিংশ্র দানবই নয় তিনি প্রতারকও বটে। দীর্ঘ ১৬টি বছর তিনি জাতির সঙ্গে তামাশা করেছেন। জাতির সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন। হাজার হাজার শহীদ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে আর ভূলন্ঠিত হতে দেওয়া যাবেনা। দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে যাওয়ার আগে তার সকল আত্মীয় স্বজনকে সরিয়ে দিয়েছে। আর দেশে তার সকল নেতাকর্মীকে জলন্ত অগ্নিকুন্ডের মধ্যে রেখে গেছেন। শেখ হাসিনার লোকজন এখনও হুমকি দেয় এবং দিয়ে যাচ্ছে। তবে আমি বলতে চাই শেখ হাসিনা নামক একজন দানব আর এদেশে ফিরতে পারবে না। 


অনুষ্ঠানে মিরপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব রহমত আলী রব্বান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোজাম্মেল হক জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক, জামায়াত নেতা শাহ আক্তার মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

 

 

Link copied!