নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে সৌদি প্রবাসী মামার হাতে ভাগনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শান্ত (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের ভুক্তভোগী ১৩ বছর বয়সী কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে জানা যায় ঐ গ্রামের আমির হোসেনের ছেলে শান্ত নামের যুবককে আটক করে পুলিশ৷
অভিযোগসূত্রে জানা যায়, ভুক্তভোগী ও ধর্ষণের চেষ্টাকারী শান্ত প্রতিবেশি এবং সম্পর্কে মামা ভাগনি হোন। বোনকে দিয়ে নিজ বাড়িতে ভুক্তভোগী ঐ কিশোরীকে ডেকে এনে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে চেষ্টা যৌন কামনা হাসিলের জন্য পরিদানের বস্র সেলোয়ার-কামিজ খুলে ফেললে শান্ত। এসময় ভুক্তভোগের মা এসে কিশোরীকে উদ্ধার করে।
সোনারগাঁও থানার তদন্ত ওসি রাশেদুল হাসান খাঁন বলেন, প্রাথমিক ভাবে ধর্ষণ চেষ্টা প্রমাণিত হওয়ায় মামলা নেয়া হয়েছে। আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :