বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আয়োজিত পাইওনিয়ার ফুটবল লীগ ২০২৫-২৬ মৌসুমে খেলায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে নতুন দিগন্তের সূচনা করেছে পাইওনিয়ার লীগে মুকসুদপুরের পান্নু ফুটবল স্পোটিং ক্লাব।
এ মৌসুমে ঢাকার বাহিরের মাত্র দুটি দল এ সুযোগ পান, দল দুটির একটি ময়মনসিংহের এবং অন্যটি গোপালগঞ্জের মুকসুদপুরের পান্নু ফুটবল স্পোটিং ক্লাব।
২৬ মার্চ ঢাকার পল্টনে পাইওনিয়ার ফুটবল ক্লাব সমিতি কর্তৃপক্ষ আয়োজিত মতবিনিময় সভায় যোগদান করে পান্নু ফুটবল স্পোটিং ক্লাব।
এর আগে মঙ্গলবার (২৫ মার্চ) মুকসুদপুরে মনোয়ারা শপিং কমপ্লেক্সে এক পরিচিতি সভার মাধ্যমে ক্লাবের পাইওনিয়ার লীগে খেলার যোগ্যতা অর্জনের কথা বলেন সভাপতি সাইফুল ইসলাম পান্নু।
বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, ক্লাবের সভাপতি মোঃ সাইফুল ইসলাম পান্নু, মুকসুদপুর উপজেলার ফুটবল প্রিয় মানুষদের ক্রীড়াক্ষেত্রে আরো এগিয়ে আসতে এবং যুব সমাজকে ধ্বংসাত্মক মাদকের হাত থেকে রক্ষা করতে পান্নু ফুটবল স্পোটিং ক্লাবের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, মুকসুদপুরের ক্রীড়াক্ষেত্রে পান্নু ফুটবল স্পোটিং ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত পাইওনিয়ার ফুটবল লীগে অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে এক নতুন দিগন্তের সূচনা করেছে। পান্নু ফুটবল স্পোটিং ক্লাব, প্রথমে ২০১৭ সালে পান্নু ফুটবল কোচিং নামে যাত্রা শুরু করে, ২০২৩ সালে পান্নু ফুটবল একাডেমি হিসাবে রুপ লাভ করে যা পারবর্তিতে পান্নু ফুটবল স্পোটিং ক্লাব হিসাবে প্রতিষ্ঠা পায়।যার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম পান্নু।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :