কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান রিপন ভূইয়াকে আটক করেছে থানা পুলিশ গতকাল বৃহসপতিবার (২৭ মার্চ) রাত ১২টা ১৫মি: সময় তার নিজবাড়ি শিমুলকান্দি থেকে তাকে আটক করা হয়।
বুধবার (২৭ মার্চ) রাত ৩টার দিকে মিজানুর রহমান রিপনকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গ্রামের ভূইয়াবাড়ির মৃত রমিজ উদ্দিন ভূইয়ার ছেলে। নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি।
জানা যায়, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে উত্তেজিত কয়েক শ মানুষ ওই দিন বিকেল পৌনে ৫ টার দিকে ভৈরব থানার মূল ফটকের সামনে জড়ো হয়ে থানা ঘেরাও করে। এ সময় উত্তেজিত জনতা থানার মূল ফটকের সামনে অগ্নিসংযোগ করে। একপর্যায়ে থানার প্রধান গেট ভাঙচুর করা হয়। পুলিশ সদস্যদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে থানার ভেতরে প্রবেশ করে থানা ভাংচুর সহ আগুন ধরিয়ে দেই এঘটনায় অজ্ঞাত ১৫হাজারজন কে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয় । সে মামলায় আসামী দেখিয়ে চেয়ারম্যান মো: মিজানুর রহমান রিপন ভূইয়াকে আটক করে পুলিশ ।
এর আগে ভৈরব থানার মিজানুর রহমান রিপনের নামে আজহার নামীয় একটি মামলা হয় ।পরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে , আদালত তাকে জামিন মঞ্জুর করে ।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি বলেন, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান রিপন ভূইয়াকে ভৈরব থানা ভাংচুর মামলায় তাকে আটক করা হয়েছে এবং আজ সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :