AB Bank
  • ঢাকা
  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে ৪ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলে শিশু আফরান


চট্টগ্রামে ৪ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলে শিশু আফরান

চট্টগ্রামে  বোয়ালখালীতে অপহৃত শিশু আফরান নূর আবির (৮) ছাড়া পেয়েছে ৪ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে। বুধবার (২৬ মার্চ) দুপুরে সুস্থ অবস্থায় আবিরকে নগরীর চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তার পিতা। মাদ্রাসা শিক্ষার্থী আবির বোয়ালখালী উপজেলার ৭নং চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নজর মোহাম্মদ বাড়ির নুরুল আজিমের ছেলে। ২ ভাই ও ২ বোনের মধ্যে আবির সকলের ছোট।


নুরুল আজিম সাংবাদিকদের বলেন, গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের সড়ক থেকে আবিরকে সিএনজিচালিত ট্যাক্সিতে করে একটি সংঘবদ্ধ চক্র নিয়ে যায়। বিভিন্ন জায়গা খোঁজ নিয়েও আবিরের সন্ধান না পেয়ে বোয়ালখালী থানায় নিখোঁজ ডায়েরি করি। এর একপর্যায়ে ওই চক্রের সদস্যরা মোবাইল ফোনে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দেওয়া বিকাশ, নগদ ও রকেট নাম্বারে তা পরিশোধ করার পর বুধবার দুপুরে চান্দগাঁও বাহির সিগন্যাল এলাকায় আবিরকে ছেড়ে দেয়। সেখান থেকে আমরা গিয়ে উদ্ধার করে বাড়ি নিয়ে এসেছি।


বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় জড়িতদের বিষয়ে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!