AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার


চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানা পুলিশ। মরদেহটির চোখের চামড়া উপড়ে ফেলা হয়েছে, কপালে রয়েছে আঘাতের চিহ্ন। বুধবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টা  দিকে সদরঘাট থানাধীন মাঝিরঘাট লোহার গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানার ওসি মো. একরাম উল্লাহ। 

পুলিশ জানায়, বিকেল ৫টায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে। অজ্ঞাতপরিচয় এই পুরুষের বয়স আনুমানিক ৩৮থেকে ৪০ বছর। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। পরনে ছিল হালকা বাদামি রঙের গোল গলার টি-শার্ট ও ফুল প্যান্ট। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কপালের ডান পাশে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে, কপালের বিভিন্ন অংশের চামড়া ছিলে ফেলা হয়েছে। ডান চোখে গভীর ক্ষতচিহ্ন, বাম চোখ ফুলে ওঠা ও চোখের পাতার চামড়া ছিলানো অবস্থায় পাওয়া গেছে। মুখে কালো রঙের দাঁড়িও রয়েছে। 

সদরঘাট নৌ থানার ওসি মো. একরাম উল্লাহ বলেন, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহ গুম করতে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!