বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নে বিশেষ চাহিদাসম্পন্ন নারী সেই মিলি আক্তারের বাড়িতে ঈদ উপহার নিয়ে হাজির উপজেলা প্রশাসন।
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার করা হয় এই বিশেষ চাহিদা সম্পন্ন নারী অসহায় মিলিকে নিয়ে। এ পরই দেশের সরকারি, বেসরকারি দপ্তর তার খোঁজ নিতে থাকে, বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান এর নির্দেশনায় (২৭ মার্চ) বৃহস্পতিবার মিলির বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবউল্লাহ ও সহকারী কমিশনার ভুমি বদরুদ্দোজা টিপু, এ সময় তারা তার খোঁজখবর নেন।
তাঁকে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান ঈদ উপহার এবং ছাগল পালনের ইচ্ছা পোষণ করলে ২টি ছাগল প্রদান করা হয়। ভবিষ্যতে মিলির পাশে থাকবেন বলে কথা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময়ে মোরেলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবির সহ ওয়াল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া ম্যানেজার তপন কুমার মন্ডলসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :