ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয় উদ্বোধন করেছেন লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় ফটিকছড়ি সরকারি কলেজ মার্কেটে ফিতা কেটে তিনি উদ্বোধন করেন।
প্রধান অতিথি মো. মাসুদুর রহমান বলেন, ‘নিরপেক্ষ সাংবাদিকতা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি এস এম আক্কাছ, সাধারণ সম্পাদক সোলাইমান আকাশও সাংবাদিকতার ভূমিকা নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো. শহীদুল আলম, ইকবাল হোসেন মঞ্জু, মো. সালাউদ্দিন জিকু, মো. সেলিম উদ্দিন, মো. রফিক তালুকদার, মো. জীপন উদ্দিন, ওবায়দুল আকবর রুবেল, মো. ইউসুফ আরাফাত, সীরাত মঞ্জুর, মো. এনামুল হক, কামরুল ইসলাম সবুজ ও নুরুল আবছার নূরীসহ অন্যান্য সদস্যরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :