গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্যাতিত নেতা সামিউল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো ঈদ উপহার পেয়েছেন। বুধবার (২৬ মার্চ) বিকালে তারেক রহমানের পক্ষে গাইবান্ধা যুবদলের নেতৃবৃন্দ তার হাতে এই উপহার তুলে দেন। ঈদ উপহার পেয়ে আবেগ আপ্লুত হন নির্যাতিত নেতা সামিউল।
তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বিভিন্ন সময়ে তাকে নানাভাবে হয়রানী ও পুলিশী নির্যাতনের শিকার হতে হয়েছে।
এধারাবাহিকতায় ২০১৯ সালে ৬ জানুয়ারি রাত ১১টায় বাড়ি থেকে পুলিশ আমাকে তুলে নিয়ে যায়। রাত সাড়ে ১১ টায় ইদ্রাকপুর তুলশিঘাট রোডের পার্শ্বে ফাঁকা জায়গায় নিয়ে গাড়ি থামিয়ে ডান পায়ের হাটুতে বন্দুক ঠেঁকিয়ে গুলি করে। এজন্য আমার ডান পা হাঁটুর উপরে কেঁটে ফেলতে হয়েছে। আর এতে আমাকে করতে হয়েছে চিরপঙ্গুত্ববরন।এতেও ক্ষান্থ হয়নি আওয়ামী পুলিশ। এই পা কাঁটা অবস্থায় আমাকে বন্দুকযুদ্ধ দেখিয়ে ডাকাতির প্রস্তুতি নামে একটি মিথ্যা মামলা দেয়া হয়। মামলাটি গাইবান্ধা জেলা জজ কোর্টে বিচারাধীন আছে।
তিনি আরো জানান, বিএনপি রাজনীতি করার অপরাধে ফ্যাসিবাদ সরকার বিভিন্ন সময়ে আমার নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও নির্যাতন চালিয়েছে।এরমধ্যে সব মামলায় থেকে খালাস পেলেও এখন শুধু একটি মামলা বিচারাধীন আছে।অল্পদিনের মধ্যে ওই মামলা থেকেও আমি খালাস পাবো।
উল্লেখ্য,সামিউল ইসলাম গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।এতে সামান্য ভোটের ব্যবধানে তিনি পরাজিত হয়েছেন বলে জানা গেছে।
তারেক রহমানের পাঠানো ঈদ উপহার বিতরণের বিষয়টি নিশ্চিত করেন, খোর্দ্দকোমরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ বিএসসি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :