AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বন্ধের পর ভূটান থেকে বাংলাবান্ধা বন্দরে এলো পাথর


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৬:০৬ পিএম, ২৭ মার্চ, ২০২৫
বন্ধের পর ভূটান থেকে বাংলাবান্ধা বন্দরে এলো পাথর

টানা আড়াই মাস বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আবারো শুরু হয়েছে ভূটান থেকে পাথর আমদানি। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভূটান থেকে ৪টি পাথর বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। এতে করে খানিকটা স্বস্তি ফিরেছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে।

বন্দর সূত্রে ও ব্যবসায়ীরা জানায়, ভারত ও ভূটানের মধ্যে চলা অভ্যন্তরীণ জটিলতায় (স্লট বুকিয় দ্বন্দে) ভূটান থেকে পুরো দমে বোল্ডার পাথর আমদানি বন্ধ হয়ে যায়। এর মাঝে গেল বছর (২০২৪) নানা সমস্যায় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ২ মাস ভারতের পাথর আমদানি বন্ধ ছিল। এদিকে জানুয়ারিতে ভারতের পাথর আমদানি শুরু হলেও ভূটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে ট্রাক মালিক ও শ্রমিকরা ভুটানের পাথর বোঝাই ট্রাক গুলোকে স্লট বুকিং (সুবিধা অ্যাপস বা অনলাইনে ফি দিয়ে নিবন্ধন) এর আওতায় আনার দাবিতে আন্দোলন করলে ভূটান পাথর রপ্তানি বন্ধ করে দেয়। এতে করে স্থবিরতা নেমে আসে পুরো বন্দর এলাকা জুড়ে। আড়াই মাস পর ভূটান ভারতের সুবিধা অ্যাপসের আওতায় এসে ভূটান থেকে ৪টি পাথর বোঝাই গাড়ি বাংলাদেশে পাঠিয়েছে। তবে গাড়িগুলো টন হিসেবে না ট্রাক হিসেবে ফি দিয়ে প্রবেশ করেছে তা সঠিক ভাবে জানা যায় নি।

বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ভারত ও ভূটানের অভ্যন্তরীণ জটিলতায় ভূটান থেকে পাথর আমদানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকল সমস্যা কাটিয়ে পরীক্ষামূলক ভাবে পাথর আসা শুরু করেছে। প্রথম দিনে ভূটানের ৪টি পাথরের ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। আশা করি কোন সমস্যা না হলে ঈদের বন্দের পর থেকে যথারিতি প্রতিদিন ভূটান থেকে পাথর আমদানি হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!