মৌলভীবাজারের জুড়ীতে দারুল ক্বেরাতের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অর্থায়নে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট জুড়ী প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রভাষক শাখাওয়াত হোসাইন।
কেন্দ্রের প্রধান ক্বারী মুমিনুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিলুয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক তাজুর রহমান, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রভাষক শাহানুর আলম, ভূকশিমইল কলেজের প্রভাষক এপেক্সিয়ান জহিরুল ইসলাম সরকার, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির সভাপতি এপেক্সিয়ান হাসান আহমদ, অতীত সভাপতি এপেক্সিয়ান সিরাজুল ইসলাম, এপেক্সিয়ান নাজিম উদ্দীন মানিক, এপেক্সিয়ান আনোয়ার হোসাইন, এপেক্সিয়ান নোমান আহমদ, জুনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সেক্রেটারি এন্ড ডিএন এডিটর শামীম আহমদ প্রমুখ।
অন্যদিকে, ইত্তেহাদুল কুররা বাংলাদেশের দারুল ক্বেরাতের পুরস্কার বিতরণ আজ বৃহস্পতিবার সকালে আল ফালাহ ইসলামিক একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল হাই হেলাল।
কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষানুরাগী মো: নজরুল ইসলাম, ভূকশিমইল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার, আল ফালাহ ইসলামিক একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলাম, ক্বারী মাওলানা আব্দুল বাতিন প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :