AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত দুই


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৯:১২ পিএম, ২৭ মার্চ, ২০২৫
পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় শিশুসহ নিহত দুই

পঞ্চগড়ে পৃৃথক এলাকায় সড়ক দূর্ঘটনায় অপূর্ব (৮) ও শুকুর আলী (৫০) নামে এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছাপড়াঝাড় গ্রামে ও পঞ্চগড় সদর ইউনিয়নের চার মাইল এলাকায় মহাসড়কে এ দূর্ঘটনা দুটি ঘটে বলে জানা গেছে।

নিহতরা, আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছাপড়াঝাড় গ্রামের চৈতন্য দেবের ছেলে অপূর্ব (৮) ও পঞ্চগড়ের দেওয়ানহাট জমভিটা এলাকার সেকেন্দার আলীর ছেলে শুকুর আলী (৫০)।

জানা গেছে, ছাপড়াঝাড় গ্রামে রাস্তার পাশে বাড়ির বাইরে খেলা করছিল শিশু অপূর্ব। রাস্তার অপরপাশে আরো দুটি শিশু খেলা করছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক্টর দুটি শিশুকে রাস্তায় দেখতে দেয়ে অপরসাইটে চাপাতে গিয়ে অপূর্বকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় সে। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে। খবর পেয়ে থানা পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা থানা পুলিশ গ্রহণ করছে।

এদিকে পঞ্চগড় সদর ইউনিয়নের চার মাইল এলাকায় মহাসড়কে রাস্তা পাড় হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি শুকুর আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তোড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ এক শিশুর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় নিশ্চিত করে বলেন, স্থানীয়রা বলছেন শুকুর আলী কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিল। একই সাথে তিনি ভিক্ষাবৃত্তি করতেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সড়ক দূর্ঘটনা আইনে অজ্ঞাত নামা একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!