শেরপুরের নকলায় বিশিষ্ট নাগরিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নকলা পৌরশহরের নকলা শাহরিয়া ফাযিল মাদ্রাসা মাঠে এসবের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার আমির মাওলানা গোলাম সারোয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার কর্ম পরিষদ সদস্য, বিভাগীয় সেক্রেটারি প্রচার ও মিডিয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এমপি প্রার্থী গোলাম কিবরিয়া (ভিপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর মজলিসে শুরা সদস্য মু. ফারদিন হাসান হাসিন।
আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন নকলা উপজেলা শাখা ও হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল জলিল কাসেমী, হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আনসারুল্লাহ, উপজেলা বিএনপি`র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, সদস্য রাব্বেনুর চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা, বিএনপি নেতা গোলাম মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাইয়্যান আল মাহাদি অনন্ত, উপজেলা গণঅধিকার পরিষদ নেতা সোহেল রানা, কলেজ শিক্ষক গোলাম মাসুম, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, সাংবাদিক হারুনুর রশীদ প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম সারোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের জেলা ও উপজেলা শাখার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ, উপজেলা হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :