AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে নিলামে একটি ডিম ২২ হাজার ও এক লেবু ১ হাজার ৫০০ টাকায় বিক্রি


শ্রীমঙ্গলে নিলামে একটি ডিম ২২ হাজার ও এক লেবু ১ হাজার ৫০০ টাকায় বিক্রি

অবিশ্বাস্য হলেও সত্য যে একটি মাত্র ডিমের দাম ২২ হাজার টাকা। আর এ ডিমটি কিনে নিয়েছেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর জামে মসজিদে পবিত্র শবে কদরের রাতে এ ডিমটি নিলামে ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেন। 

তিনি বলেন, উপজেলার মির্জাপুর জামে মসজিদ দারুল কেরাত প্রশিক্ষণ কেন্দ্রে দানকৃত একটি ডিম শবে কদরের রাত্রে উন্মুক্ত নিলামে উঠে। এসময় মির্জাপুর বাজার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ২২ হাজার টাকায় এটি ক্রয় করেন। নিলামে অংশ নের ব্যবসায়ী সোহেল মিয়া  রাশিক মিয়া এবং আলতাব মিয়া। এছাড়া পৃথক নিলামে একটি লেবু ১ হাজার ৫০০ টাকা দিয়ে ক্রয় করেন ব্যবসায়ী আলতাব মিয়া।

মুসল্লিরা জানান, পবিত্র শবে কদরের রাতে একজন মুসল্লি একটি ডিম মসজিদের দারুল কেরাত কেন্দ্রে দান করেন । বৃহস্পতিবার দিবাগত রাতে (২৭ মার্চ) রাতে এ ডিমটি মসজিদ কমিটি উন্মুক্ত নিলামে তুলেন। এ সময় মসজিদের মুসল্লিরা নিলামে অংশ নেন। একপর্যায়ে এ ডিম ২২ হাজার টাকায় নিলামে ডাক পড়ে। অবশেষে জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ী এ ডিমটি ২২ হাজার টাকায় নিলামে কিনে নেন।

পবিত্র শবে কদরের রাতে একটি ডিম ২২ হাজার ও একটি লেবু ১ হাজার ৫০০ টাকা দিয়ে কিনতে পারায় মির্জাপুর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর ও আলতাব নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন।

জাহাঙ্গীর আহমদ বলেন, ‘এ ডিম কিনতে পারায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কারণ আমি এ ডিম কিনেছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। মসজিদের এ জিনিস বেশি দামে কেনায় আখেরাতে কাজে আসবে।

মসজিদ কমিটি থেকে জানা যায়, এদিন একটি লেবু নিলামে উঠলে তা এক হাজার পাঁচশ টাকায় বিক্রি হয়েছে।

এর আগে গত বছরও একই মসজিদে শবে কদরের রাত্রে নিলামে একটি ডিম ১৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এটি কিনেছিলের সালেহ আহমদ নামের এক ব্যবসায়ী।


 

একুশে সংবাদ// এ.জে

Link copied!