AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে ৯০-এর জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের  ইফতার মাহফিল অনুষ্ঠিত


মোরেলগঞ্জে ৯০-এর জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের  ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জে ৯০-এর জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মোরেলগঞ্জ থানা বিএনপির প্রয়াত নেতাকর্মী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়।

২৬ মার্চ (বুধবার) মোরেলগঞ্জ পুরাতন থানা রোড সংলগ্ন বিআরডিবি হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা হাফেজ মো. ইউনুস রহমান। তিনি বিশেষ মোনাজাতে প্রয়াত নেতাদের আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাঁতি দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য,কাজী নিরুজ্জামান মনির, মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব,অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, এছাড়াও উপজেলা যুবদল ও বিএনপির নেতৃবৃন্দসহ তৎকালীন জাতীয়তাবাদী ছাত্রদলের একাধিক সাবেক নেতা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য—মো. মনিরুল হক ফরাজী,খ. ম. বদিউজ্জামান বদি,বি এম রেজাউল করিম সোহাগ, গাজী ফাইজুর রহমান সুজন,মো. আব্দুল হাদি নাহিদ,মো. এজাজুল হক জুয়েল,মো. মিজানুর রহমান,মো. বায়জিদ মুন্সি,মো. মনির হোসেন,মিজানুর রহমান পাখি,মোস্তাফিজুর রহমান শাহিন অনুষ্ঠানে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও অবদান স্মরণ করেন। তারা বিএনপির প্রয়াত নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীরা সদা সচেষ্ট থাকবে।

দোয়া মাহফিল শেষে অতিথি ও নেতাকর্মীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। এ আয়োজনে দলীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতি দেখা যায়, যা প্রমাণ করে যে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত কর্মীরা এখনও ঐক্যবদ্ধভাবে দলের আদর্শ লালন করে চলেছেন।

 

একুশে সংবাদ// এ.জে

Link copied!